• পবনের U-টার্ন, আসানসোল থেকে সরেছিলেন, এবার বলছেন, 'ভোটে দাঁড়াব', কোন আসনে?
    আজ তক | ১৩ মার্চ ২০২৪
  • বিতর্কের মুখে আসানসোলের ভোট ময়দান থেকে সরে গিয়েছিলেন ভোজপুরি সুপারস্টার পবন সিং। তিনি এখন ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পবন সিং একথা জানিয়েছেন। তিনি এক্স (আগেকার টুইটার) পোস্টে লিখেছেন, 'জনতা জনার্দন ও মাকে দেওয়া কথা রাখতেই ভোটে দাঁড়াচ্ছি। আপনাদের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছি। জয় মাতা দি।' তবে তিনি কোন আসন থেকে লড়বেন, তা স্পষ্ট করেননি।

    'বাংলা ডট আজতক ডট ইনে'র তরফে তাঁর সঙ্গে বুধবার দুপুরে যোগাযোগ করা হয়। তাঁর সহায়ক ফোনে জানান, পবন এখন স্টুডিওতে গান রেকর্ডিংয়ে ব্যস্ত রয়েছেন। তিনিই জানান, পবন আসানসোল নয়, বিহারেরই একটি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন বলে ঠিক হয়েছে। তবে আসনটির নাম এখনও জানানো সম্ভব নয়। 

    এর আগে, বিজেপি ১৯৫ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছিল। এতে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা পবন সিং আসানসোল লোকসভা আসন থেকে প্রার্থী হন। তবে টিকিট পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তিনি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেন। বর্তমানে অভিনেতা এবং রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা আসানসোল আসন থেকে তৃণমূল সাংসদ। এবারেও তিনিই লড়ছেন।

    আসানসোল আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করার পরে, পবন সিং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন। বৈঠকের পর তিনি বলেছিলেন, যে সিদ্ধান্তে পৌঁছানো হবে, সময় হলে তা জানানো হবে। তারপরে তিনি অন্য কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা জানতে চাইলে, পবন সিং বলেছিলেন যে যাই ঘটুক না কেন, ভাল হবে।

    পবন সিং একজন ভারতীয় প্লেব্যাক গায়ক। তিনি তার ভোজপুরি গান 'ললিপপ লাগেলু'র জন্য পরিচিত। ভোজপুরি চলচ্চিত্রে কাজের জন্য তিনি দুটি আন্তর্জাতিক ভোজপুরি চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পবন সিং 1986 সালের 5 জানুয়ারী বিহারের আরাহ শহরে জন্মগ্রহণ করেন। তিনি রাজপুত পরিবারের সন্তান। পবন সিং এর একটি বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে এবং চলচ্চিত্রে অভিনয় এবং গানের পাশাপাশি তার সম্পদের মূল্যও কোটি কোটি। সূত্রের খবর, পবন সিংয়ের সম্পদের পরিমাণ প্রায় ৬-৮ মিলিয়ন ডলার (প্রায় ৫০-৬৫ কোটি টাকা)। পবন সিংকে ভোজপুরি সিনেমার সবচেয়ে দামি অভিনেতাদের মধ্যে গণ্য করা হয়।

     
  • Link to this news (আজ তক)