'ওকে মানুষ করতে পারিনি, ভাই হিসেবে পরিচয় দেবেন না,' বাবুনের সঙ্গে সম্পর্ক ত্যাগ মমতার!
২৪ ঘন্টা | ১৩ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্য়ায়ের পাশেই মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই বাবুনের সঙ্গে সম্পর্ক ত্যাগ মমতার। এদিন উত্তরকন্যায় বাবুন ইস্যুতে রীতিমতো ক্ষোভের সঙ্গে অসন্তোষ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া বার্তা দিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়কে। বাবুন বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতা বলেন, "আমার নাম ব্যবহার করবেন না। বাবা যখন মারা যায়, বয়স ছিল আড়াই বছর। আমি ৪৫ টাকা পেতাম। দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু সবাইকে মানুষ করতে পারলেও, ওকে মানুষ করতে পারিনি। আমার ভাই হিসেবে কোনও পরিচয় দেবেন না। আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করলাম। ওর পাশে যেন আমাদের পরিবারের কারও নাম না থাকে। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। প্রত্যেকটা নির্বাচনে অনেক অশান্তি করেছে।" একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, দল প্রসূন বন্দ্যোপাধ্য়ায়কে প্রার্থী করেছে। দল যাকে প্রার্থী করেছে, তাঁর পাশেই থাকব। বরং এখন দায়িত্ব আরও বেড়ে গেল। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য তৃণমূল কর্মীদের আরও দায়িত্ব বেড়ে গেল বলে জানান মমতা।প্রসঙ্গত, প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া থেকে প্রার্থী হওয়া নিয়ে ক্ষোভ উগরে দেন বাবুন বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় নির্দল প্রার্থী হয়ে দাঁড়াবেন বলেও জল্পনা উসকে দেন তিনি। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তোপ দাগেন, তিনি লোকসভা ভোটের প্রার্থী হওয়ার যোগ্য নন। তিনি নিজের এমপি ল্যাডের টাকা শেষ করতে পারেননি। তিনি কাজ করেননি। উল্লেখ্য, জনগর্জন সভা থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ‘অভিমানী’ বাবুন বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী টিকিট না পাওয়ায় ‘হতাশ’ বাবুন বন্দ্যোপাধ্য়ায় জানান, তাঁকে লোকসভার টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেটা বাস্তবে ঘটেনি। ২০১৯-এও আশ্বাস দেওয়া হয়েছিল। ২০২১-এও হয়েছিল। এবছরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরপরই তাঁর দিল্লিতে উড়ে যায় জল্পনায় আরও ঘি ঢালে।যদিও টিকিট না পাওয়া নিয়ে অসন্তোষ, প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভপ্রকাশের পাশাপাশি মোহনবাগানের সচিব বাবুন বন্দ্যোপাধ্যায় এও জানান যে, তিনি বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন না। বরং হাওড়া থেকেই নির্দল হয়ে দাঁড়ানোর কথা ভাবছেন বলে ঘোষণা করেন তিনি। আর এরপরই ক্ষুব্ধ 'দিদি' মমতার 'ভাই' বাবুনের সঙ্গে সম্পর্ক ত্যাগের সিদ্ধান্ত! তিনি যে পরিবারতন্ত্রকে সমর্থন করেন না, তৃণমূলে যে পরিবারতন্ত্রের কোনও জায়গা নেই, বাবুনের সঙ্গে সম্পর্ক ত্যাগ তারই উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি। যদিও তৃণমূল নেত্রীর কঠোর সিদ্ধান্তের পরেও বাবুন বন্দ্যোপাধ্য়ায় ফেসবুকে এক ভিডিয়ো বার্তায় জানান যে যতদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় থাকবেন, ততদিন তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশেই থাকবেন।