অয়ন ঘোষাল: অপহরণ করে খুন? নিমতা হাড়হিম হত্যাকাণ্ড! ভবানীপুরে নিহত ব্য়বসায়ীর বাড়িতে মুখ্যমন্ত্রী। পরিবারের লোকেদের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। বললেন, 'এরা অপরাধী নয়, অপরাধীদের থেকেও বড় অপরাধী। যাঁরা এই ধরনের খুন করে... পূর্ব পরিকল্পিত খুন। বলছে, ট্য়াংকির উপরে পুরো সিমেন্ট লাগিয়ে ঢুকে দিয়েছে'। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, স্থানীয় কাউন্সিলর অসীম বসু।পুলিস সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম ভব্য লাখানিয়া। ভবানীপুরে প্রিয়নাথ মল্লিকের রোডের বাসিন্দা ছিলেন তিনি। ওষুধের ব্যবসা করতেন। পরিবারের লোকেরা জানিয়েছেন, রবিবার নিমতার প্রমোদ মিত্র লেনে ব্যবসায়িক সহযোগী অনির্বাণ গুপ্তের সঙ্গে দেখা করতে যান ওই ব্যবসায়ী, কিন্তু আর ফেরেননি। এরপর সেদিনই মিসিং ডায়েরি করা হয় থানায়।সবিস্তারে আসছে...