• ?ড্রাগন?কে রুখতে জোড়া যুদ্ধজাহাজ নামল জলে, নৌসেনাকে আরও শক্তিশালী করল গার্ডেনরিচ
    প্রতিদিন | ১৩ মার্চ ২০২৪
  • মণিশংকর চৌধুরী ও অর্ণব আইচ: বুধবার দুপুরে নয়া মাইলফলক ছুঁল গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থা (Garden Reach Shipbuilders & Engineers)। চিনকে রুখতে এবার জোড়া ASWSWC যুদ্ধজাহাজ (War Ship) নির্মাণ করল সংস্থাটি। এদিনই জলে নামল জাহাজ দুটি। সাবমেরিন বিধ্বংসী দুটি রণতরী হস্তান্তর করা হল নৌসেনাকে। এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হল ভারত। 

    নৌসেনার নতুন দুটি জাহাজের নাম যথাক্রমে ?আইএনএস অগ্রয়? এবং ?আইএনএস অক্ষয়?। জোড়া যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন হল এয়ার ফোর্স ওয়েলফেয়ার অ্যসোসিয়েশনের প্রেসিডেন্ট তথা বায়ুসেনা প্রধান বিবেক রাম চৌধুরীর স্ত্রী নীতা চৌধুরীর হাতে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোদ বায়ুসেনা প্রধানও। উল্লেখ্য, মূল ?আইএনএস অগ্রয়? জাহাজটির কার্যকাল শেষ হওয়ার পর ২০১৭ সালে সেটিকে নষ্ট করে ফেলা হয়। পাশাপাশি ?আইএনএস অক্ষয়? জাহাজটিকে বিকল করা হয় ২০২২ সালে। বুধবার যাদের পুর্নজন্মের সাক্ষী হল কলকাতা বন্দর।  
  • Link to this news (প্রতিদিন)