Lok Sabha Election 2024: ‘আমি দেশ বিরোধী নই’, কেন এমন ব্যাখ্যা মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থীর?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ মার্চ ২০২৪
Shahnawaz Ali Raihan TMC: মালদা দক্ষিণ, কংগ্রেসের শক্তিশালী এই গড়ে তৃণমূল বাজি ধরেছে ৪২ বছরের শিক্ষাবিদ তথা প্রাক্তন সাংবাদিক শাহনওয়াজ আলি রাইহানের উপর। এরপরই মালদা পৌঁছে যান রাইহান। দলীয় প্রার্থীকে সম্বর্ধনা জানাতে তৃণমূলের জেলা নেতৃত্ব মালদা টাউন স্টেশনে ভিড় জমান। সেখান থেকেই প্রার্থীকে তৃণমূলের জেলা কার্যালয় নিয়ে যাওয়া হয়। সেখানেই শাহনওয়াজ আলি রাইহানকে বার বার বলতে শোনা যায়, ‘আমি ভারতের বিরোধী নই, বিজেপির বিরোধী।’
বিজেপির এই শীর্ষ নেতার তোলা অভিযোগেই কী অস্বস্তিতে মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান? তাই কি ভোটের প্রচারে মালদায় পৌঁছে তিনি বলছেন, ‘বিজেপি দেশদ্রোহী বলে আমাকে খোঁচা খাওয়া বাঘ করে দিয়েছে। আমি ভারতের বিরোধী নয়, বিজেপির বিরোধী। কেন্দ্রের মোদী সরকারের এনআরসি লাগু করার বিরুদ্ধে লন্ডনে আন্দোলন করেছিলাম। বাংলা তথা দেশ ভাগের রাজনীতির বিরুদ্ধে লড়াই করব।’