• Jeetu Kamal: নতুন সম্পর্কে জুড়েছেন? বিয়ের ঘোষণা করেই বোমা ফাটালেন জিতু কামাল
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ মার্চ ২০২৪
  • Jeetu Kamal: জিতু কামাল নাকি বিয়ে করছেন? অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করলেন, যে চোখ কপালে সকলের। কী এমন লিখলেন জিতু?

    আমি এই পোস্টটা একজনের থেকে চুরি করলাম। বোর হচ্ছিলাম তাই শেয়ার করলাম। যত উত্তেজনায় তিনি জল ঢেলে দিলেন, নাকি ইঙ্গিত তবে এদিকেই! সামনের দিনে কি নতুন সম্পর্কে জুড়তে চলেছেন? সে তো সময়ই বলবে। তবে, আপাতত যে না সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন জিতু।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)