• Kanchan-Shreemoyi: বিয়ের পর যেন সোহাগ ক্রমশ বাড়ছে, নতুন বউ শ্রীময়ীকে সিঁদুর পড়তে দেখেই যা করলেন কাঞ্চন..
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ মার্চ ২০২৪
  • Kanchan Mullick-Sreemoyi Chattoraj: কাঞ্চন শ্রিময়ীর বিয়ের পাশাপাশি তাঁদের ভিডিও নিয়েও সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। আর এবার তাঁদের অষ্টমঙ্গলার ভিডিও প্রকাশ্যে আসতেই যেন আরও হাসির খোরাক হলেন তারা।

    প্রসঙ্গত, দুজনের বিয়ে যেদিন থেকে ঘোষণা হয়েছিল সেদিন থেকেই খারাপ ভাল নানা মন্তব্য শোনা গিয়েছিল। সেই বিষয়টা এখনও চলে আসছে। বিশেষ করে, দুজনের বয়সের গ্যাপ নিয়ে যে কথা উঠেছে, সেটিকেও নস্যাৎ করেছেন তারা। আর এদিকে, বিয়ে হতে না হতেই শ্রীময়ীর বক্তব্য, তাঁর জীবনটা হাত বাড়ালেই বন্ধুর মত। যেদিন ইচ্ছে হবে, বোচকা প্যাক করে নিয়ে আসবে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)