Mahammed Siraj Birthday: ক্রিকেটার না হলে ক্যাটারিং করতেন, পুড়ে গিয়েছিল হাত-ও! জন্মদিনে চোখে জল এনে কাঁদলেন সিরাজ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ মার্চ ২০২৪
Mahammed Siraj-BCCI:
তবে, সিরাজ যে একেবারে না-খেতে পাওয়া ঘরের ছেলে ছিলেন, তা কিন্তু, নয়। তাঁর বাড়িতে সেই সময়ই অটোরিক্সা, প্ল্যাটিনা বাইক ছিল। যদিও সেই বাইক ধাক্কা দিয়ে স্টার্ট করতে হত বলেই দাবি ভারতীয় পেসারের। যদিও সেসব দিনের সঙ্গে আজকের সিরাজের জীবনের কোনও তুলনাই চলে না। ১৯-২০ বছর বয়সেও ক্যাটারিংয়ের কাজ করা ছেলেটার বুধবার ছিল ৩০তম জন্মদিন।