Sunil Gavaskar: কোহলি-রোহিতদের টাকা দেখে জ্বলে-পুড়ে খাক ইংরেজ ক্রিকেটাররা! বিস্ফোরক মন্তব্য এবার সানির
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ মার্চ ২০২৪
Sunil Gavaskar on English cricket:
সেখানে তুলনা টানলে কী দেখা যায়? ইংল্যান্ডের স্যাম কুরানকে পঞ্জাব কিংস ১৮.৫ কোটি টাকায় কিনেছিল। আর গতবারের আইপিএলে বেন স্টোকসকে ১৬.২৫ কোটি টাকায় কিনেছিল চেন্নাই সুপার কিংস। সেটাই আইপিএলে ইংরেজ ক্রিকেটারদের সর্বোচ্চ দর। গাভাসকারের অভিযোগ, আইপিএলে ব্যর্থতার এই সব হতাশা থেকেই ইংরেজ ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটারদের স্লেজিংয়ের রাস্তায় হেঁটেছে। ভারতীয় ক্রিকেট নিয়ে হাজারো গালমন্দ করছে। কিন্তু, লাভের লাভ বলতে কিছুই হয়নি। উলটে ভারতই যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ধ্রুব জুরেল, দেবদত্ত পারিক্কল আর আকাশদীপের মত প্রতিভাবান ক্রিকেটারদের পেয়ে গিয়েছে। যা টিম ইন্ডিয়াকে তারুণ্য আর প্রতিভায় ভরিয়ে দিয়েছে।