Raj and Mithun: শরীর সুস্থ হতে না হতেই মিঠুন চক্রবর্তী ফিরলেন শুটিং ফ্লোরে। ফের একবর্জ কলকাতায় তিনি কাজ করছেন। এবার, তাঁর নির্দেশক পরিচালক রাজ চক্রবর্তী। দীর্ঘদিন পর রাজ ফিরেছেন চেনা জায়গায়।
উল্লেখ্য, এর আগে মিঠুন চক্রবর্তী অভিনয় করেন কাবুলিওয়ালার চরিত্রে। সেখানেও তাঁর অভিনয় দারুণ মন ছুঁয়েছিল সবার। সামনে, সোহম চক্রবর্তীর প্রযোজনায় কাজ করছেন। খবর, এমনই দেবের সঙ্গে বাকি তাঁকে দেখা যাবে আবার একবার।