BJP 2nd Candidate List for Lok Sabha Elections 2024: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ৭২ নামের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ মার্চ ২০২৪
BJP Candidate Second List: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বিজেপি লোকসভা নির্বাচনের জন্য ৭২ নামের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় নাম রয়েছে মনোহর লাল খট্টর, নিতিন গড়করি, পীযূষ গয়াল সহ একাধিক হেভিওয়েটের। নাগপুর থেকে টিকিট দেওয়া হয়েছে গড়কড়িকে। অন্যদিকে, করনাল লোকসভা আসন থেকে খট্টরকে প্রার্থী করেছে দল। পীযূষ গোয়েলকে মুম্বই উত্তর থেকে এবং অনুরাগ ঠাকুর হামিরপুর থেকে প্রার্থী করেছে বিজেপি। তালিকায় ১০টি রাজ্যের ৭২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, কংগ্রেস মঙ্গলবারই লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার কংগ্রেস দ্বিতীয় তালিকায় ৪৩টি নাম অনুমোদন করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভবও রয়েছে এই তালিকায়।