নির্বাচনী বণ্ডের বিষয়ে বিশদ বিবরণ ইতিমধ্যে কমিশনকে দিয়েছে এসবিআই। আজ শীর্ষ আদালতে এক হলফনামা দাখিল করে একথা জানিয়েছে এসবিআই। এর ঠিক পরই মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারের প্রথম প্রতিক্রিয়া সামনে এসেছে।
আসন্ন লোকসভা নির্বাচনের জন্য জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনার বিষয়ে, সিইসি রাজীব কুমার বলেছেন, ‘আমরা জম্মু ও কাশ্মীর এবং দেশ জুড়ে শান্তিপূর্ণভাবে এবং সর্বাধিক জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচন পরিচালনা করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন পরিচালনার আমরা সম্পূর্ণ প্রস্তুত’।