• মনে হচ্ছে আবার নতুন করে অভিষেক করছি, আইপিএল কামব্যাক প্রসঙ্গে বলেন ঋষভ...
    আজকাল | ১৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এক বছরেরও বেশি সময়ের পর বাইশ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন ঋষভ পন্থ। আবার নতুন করে মাঠে ফেরার আগে নার্ভাস বাঁ হাতি উইকেটকিপার ব্যাটার। আইপিএল খেলার জন্য মঙ্গলবার তাঁকে ছাড়পত্র দিয়ে দেয় বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। প্রথমে শোনা গিয়েছিল, এবারের আইপিএলে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতে পারবেন পন্থ। কিন্তু জানা যায়, উইকেটকিপিংও করতে পারবেন। ২৩ মার্চ মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটলস। কিন্তু তার আগে বেশ টেনশনে ভারতের উইকেটকিপার ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দিন মনে পড়ে যাচ্ছে পন্থের। সেদিন যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলেন, এদিনও যেন ঠিক একই মনের অবস্থা। ঋষভ পন্থ বলেন, "আমি একইসঙ্গে উত্তেজিত এবং নার্ভাস। মনে হচ্ছে আমি আবার নতুন করে অভিষেক করতে চলেছি। গত এক বছর আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, সেখান থেকে আবার ক্রিকেট খেলতে নামা মিরাকেলের থেকে কম নয়। আমি আমার ফ্যান এবং শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে বিসিসিআই এবং এনসিএ। সকলের ভালবাসা এবং সাপোর্ট আমাকে শক্তি দেয়।" আর মাত্র ৯ দিন বাকি। তারপর আবার ব্যাট হতে বাইশ গজে দেখা যাবে পন্থকে। দিল্লির প্রাক মরশুম প্রস্তুতি শিবিরে যোগ দিতে পেরে খুবই উত্তেজিত ঋষভ। তিনি বলেন, "আমি দিল্লি ক্যাপিটলস এবং আইপিএলে ফিরতে পেরে উত্তেজিত। এই টুর্নামেন্ট আমি খুবই উপভোগ করি। আমাদের দলের মালিক এবং সাপোর্ট স্টাফরা প্রতি পদক্ষেপে আমাকে সরকমের সাহায্য করেছে। যার জন্য আমি কৃতজ্ঞ। দিল্লি ক্যাপিটলস পরিবারে যোগ দেওয়ার জন্য উদগ্রীব। ফ্যানদের সামনে খেলার অপেক্ষায়।" 
  • Link to this news (আজকাল)