• আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বুমরাকে সরিয়ে একনম্বরে অশ্বিন...
    আজকাল | ১৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে একনম্বরে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। ১০০তম টেস্টে ৯ উইকেট নিয়ে যশপ্রীত বুমরাকে টপকে গেলেন ভারতীয় স্পিনার। আবার প্রথম দশে ফিরে এলেন রোহিত শর্মা। বুধবার আইসিসি যে টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশিত করেছে তাতে আবার পুরনো স্থানে ফিরে এসেছেন অশ্বিন। ধর্মশালা টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট নেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট সংগ্রহ ভারতীয় স্পিনারের। এই নিয়ে ৩৫তম বার পাঁচ উইকেট নিলেন অশ্বিন। পঞ্চম টেস্টে ন"উইকেটের সুবাদে বুমরাকে টপকে আবার শীর্ষস্থান দখল করলেন ভারতীয় স্পিনার। বছরের শুরুতে আইসিসি ব়্যাঙ্কিংয়ে একনম্বরে ছিলেন। আবার নিজের স্থান ফিরে পেলেন অশ্বিন। ধর্মশালায় শতরানের সুবাদে ১০৮ রেটিং পয়েন্ট সংগ্রহ করে পাঁচ ধাপ ওপরে উঠে ছয় নম্বরে উঠে এলেন রোহিত শর্মা। দু"ধাপ ওপরে উঠে আট নম্বরে চলে এলেন যশস্বী জয়েসওয়াল। শুভমন গিল ১১ ধাপ ওপরে উঠে ২০ নম্বর স্থানে চলে এলেন। ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন বুমরা‌। ১৫ ধাপ ওপরে উঠে ১৬ নম্বরে চলে এলেন কুলদীপ যাদব। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় একনম্বর স্থান ধরে রাখলেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় স্থানে অশ্বিন। 
  • Link to this news (আজকাল)