• কর্ণাটকে জলের হাহাকার
    আজকাল | ১৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : শুকিয়ে গিয়েছে কুয়োর জল। কেনা জলের দাম ক্রমশ বাড়ছে। গোটা কর্ণাটক জুড়ে এক ছবি। জলের কালোবাজারি ঠেকাতে সরকার সব ধরণের চেষ্টা করছে। কিন্তু এই চেষ্টা কতটা কাজে লাগছে তা কেউ জানে না। কর্ণাটকের ডেপুটি মুখ্যমন্ত্রী শিবকুমার জানিয়েছেন এমন অবস্থা বিগত ৪০ বছরে হয়নি। এভাবে চলতে থাকলে খরা হতে পারে। বেঙ্গালুরুর প্রায় সাত হাজার কুয়ো শুকিয়ে গিয়েছে। ৯৮ টি তালুক জলের সমস্যা এতটা দেখা দিয়েছে যে সাধারণ মানুষ কী করবে ভেবে পাচ্ছে না। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
  • Link to this news (আজকাল)