• অর্জুন এখনও বিজেপির বিধায়ক, কার হয়ে লড়বে সেটা ওঁর ব্যাপার: মমতা ...
    আজকাল | ১৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অর্জুন সিং এখনও বিজেপির বিধায়ক। আসন্ন লোকসভা নির্বাচনে কোন দলের হয়ে কোথায় লড়বেন, সেটা সম্পূর্ণ তাঁর সিদ্ধান্ত। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এ কথা সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার কথায়, তাঁর একার সিদ্ধান্তে প্রার্থী তালিকা তৈরি করা হয়নি। সকলের পারফরম্যান্স বিচার করেই টিকিট দেওয়া হয়েছে। মমতার বক্তব্য, "অর্জুন এখনও বিজেপির সাংসদ পদ ছাড়েনি। ব্যারাকপুরে আমাদের প্রার্থী পার্থ ভৌমিক। সেচ মন্ত্রী হিসেবে কাজ করছে। খুব ভাল ছেলে। ওঁ মানুষের সমর্থন পাবে।" ব্রিগেডে জনগর্জন সভায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই অর্জুন বলেন, "দল আমার বিশ্বাস ভেঙেছে। এ ঘোষণায় আমি স্তম্ভিত।" ধীরে ধীরে দলের প্রতি ক্ষোভ উগরে দেন। মঙ্গলবার নিজের অফিসে মমতা ব্যানার্জির ছবি সরিয়ে সেখানে নরেন্দ্র মোদির ছবি রাখেন। বুধবার সাফ জানিয়ে দেন, তিনি ব্যারাকপুরেই লড়বেন। যদিও কোন দলের হয়ে, তা স্পষ্টভাবে বলেননি। অর্থাৎ অর্জুনের ফের বিজেপিতে যোগ দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ২০১৯ সালে ব্যারাকপুর আসনে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন। সেবার বিজেপির হয়ে জিতেছিলেন তিনি। এরপর ২০২২ সালে অভিষেক ব্যানার্জির অফিসে গিয়ে ফের তিনি তৃণমূলে ফিরে আসেন। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে আবারও পদ্ম শিবিরে আস্থা নিয়ে ফিরতে চলেছেন তিনি।
  • Link to this news (আজকাল)