• ভবানীপুরে মৃত ব্যবসায়ীর বাড়িতে মুখ্যমন্ত্রী, দেখা করলেন শোকস্তব্ধ পরিবারের সঙ্গে...
    আজকাল | ১৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শিলিগুড়ি থেকে ফিরেই ভবানীপুরে খুন হওয়া ব্যবসায়ীর বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেখা করলেন মৃত ব্যবসায়ীর পরিবারের সদস্যদের সঙ্গে। মৃত ব্যবসায়ীর বাড়ি থেকে বেরিয়ে মমতা বলেন, "শিলিগুড়িতেই খবরটা পেয়েছিলাম। তাই মিছিল বাতিল করে ভবানীপুরে ফিরে এলাম। মৃত ব্যবসায়ী অত্যন্ত সাদাসিধে মানুষ ছিলেন। পরিবারটা একা হয়ে গেল। আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।" এরপর মুখ্যমন্ত্রী আরও বলেন, "পরিকল্পনা করে খুন করা হয়েছে। এরা ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনাল। তদন্ত চলছে। খুনিরা গ্রেপ্তার হয়েছে। আরও কেউ জড়িত আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ভবানীপুরের বাসিন্দা ব্যবসায়ী ভব্য লখানির বস্তাবন্দি দেহ নিমতায় উদ্ধার হয়। অপহরণ করে তাঁকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করেছে বালিগঞ্জ থানার পুলিশ। পরিবারের তরফে মঙ্গলবার নিখোঁজ ডায়েরি করা হয়। জানানো হয়, সোমবার বাড়ি থেকে বেরোনোর পথ তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। বুধবার নিমতায় এক ব্যবসায়ীর বাড়ি থেকেই ভব্যর দেহ উদ্ধার করে পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, "খুনের পর বস্তাবন্দি করে জলের ট্যাঙ্কের নীচে পুঁতে দেওয়া হয়েছিল ভব্য লখানিকে। তার পর রাতারাতি তার উপর পাঁচিল তুলে দেয় খুনিরা। ওষুধ সরবরাহের অজুহাতে ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা নিয়েছিল খুনিরা। ওই ওষুধ সরবরাহ করেনি। এমনকী টাকাও ফেরত দেয়নি। তা নিয়েই সোমবার মিটিং করার কথা ছিল। পরিকল্পনা করেই ব্যবসায়ীকে খুন করা হয়েছে।"
  • Link to this news (আজকাল)