এখন বিশ্বের এক নম্বর এই ভারতীয়, সতীর্থকে সরিয়েই মসনদে মহানক্ষত্র! জানাল আইসিসি
২৪ ঘন্টা | ১৪ মার্চ ২০২৪
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: যদি প্রশ্ন করা হয় যে, বিশ্বের এক নম্বর টেস্ট বোলার কে? তার উত্তরে কেউ যদি জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বেছে নেন, তাহলে তাঁর উত্তর ভুল হয়ে যাবে। বুধবার, আইসিসি-র সদ্য় প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিংয়ে সিংহাসনতচ্য়ুত হয়েছেন বুম...বুম...বুমরা। তাঁর মসনদে এখন বিরাজমান ভারতের আরেক বোলিং মহানক্ষত্র। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।২০১৫ সালে প্রথমবার অশ্বিন বিশ্বের এক নম্বর বোলার হয়েছিলেন লাল বলের ক্রিকেটে। ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত তিনি একেই ছিলেন। সদ্য়ই ভারত ৪-১ ব্য়বধানে ইংল্য়ান্ডকে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে হারিয়েছে। এই সিরিজে অশ্বিনের হাতের জাদু ছিল দেখার মতো। ২৬ উইকেট এসেছে তাঁর ঝুলিতে। দুয়ে থাকা বুমরাও দুরন্ত পারফর্ম করেছেন টেস্ট সিরিজে। চার টেস্টে খেলে নিয়েছেন ১৯ উইকেট।বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন আরও এক 'ম্য়াচ উইনার'। সাত নম্বর জায়গাটা ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। অন্য়দিকে কুলদীপ যাদব ১৫ ধাপ এগিয়ে ১৬ নম্বরে এসেছে। কুলদীপও বুমরার মতোই ইংরেজদের বিরুদ্ধে চার টেস্টে নিয়েছেন ১৯ উইকেট।ব্যাটারদের তালিকায় চোখ রাখলে দেখা যাবে যে, ইংল্য়ান্ডের বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি-সহ ৪০০ রান করার সুবাদে, রোহিত শর্মা টেস্ট ব়্যাঙ্কিংয়ে ব্য়াটারদের তালিকায় এসেছেন প্রথম দশে। ভারত অধিনায়ক পাঁচ ধাপ এগিয়ে ছয়ে এসেছেন। অন্য়দিকে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল জোড়া টেস্ট শতরান-সহ ৭১২ রান করেছেন সিরিজে। দুই ধাপ এগিয়ে এসেছেন আট নম্বরে। শুভমন গিল শুরুতে প্রভাব না ফেললেও পরে নিজের জাত চেনান। তিনিও করেন দু'টি শতরান। যার ফলে ১১ ধাপ উঠে ২০ নম্বরে এসেছেন তিনি।
১৩ মার্চ পর্যন্ত আইসিসি টেস্ট বোলার ব়্যাঙ্কিং১) আর অশ্বিন- ৮৭০ রেটিং পয়েন্ট