প্রদ্যুৎ দাস: অভিষেক আসবে তাই দু’দিন ধরে স্কুল বন্ধ করে রাখার অভিযোগ তুললো বিজেপি। এই ঘটনায় বিক্ষোভ ময়নাগুড়িতে। এই ঘটনায়, ‘পুলিস ফোর্স কী রাস্তায় পরে থাকবে’, জবাব তৃণমুল। ‘ফোর্স-এর জন্য নয়’, জানিয়ে দিলো জেলা পুলিস।বৃহষ্পতিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে আসবেন তৃণমুল সাংসদ তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়।
এদিকে বুধবার এই নিয়ে অভিভাবক সহ বিজেপিকর্মী দের বিক্ষোভে উত্তাল হল তিস্তা পাড়ের ময়নাগুড়ি।এদিন বিজেপি দলের পক্ষ থেকে দাবী করা হয় অভিষেক বন্দোপাধ্যায়ের সভার কারণে গত দু’দিন ধরে চারটি হাই স্কুল বন্ধ করে রাখা হয়েছে। এর ফলে ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের উপর ব্যাপক প্রভাব পড়েছে।এদিন ময়নাগুড়ি বয়েজ হাইস্কুল-এর সামনে বিক্ষোভরত বিজেপি সমর্থকেরা বলেন, ‘এমনিতেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, তার মধ্যে তৃণমূলের একজন সাংসদ আসবেন বলে চারটি স্কুল বন্ধ করে রাখা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা করার পাশাপাশি আগামীকাল যদি স্কুলগুলো না খোলা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বিজেপি’।অপরদিকে দু’দিন ধরে চারটি স্কুল বন্ধ রাখা প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার সেকেন্ডারি স্কুল ইন্সপেক্টর বালিকা গোলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমে খবরটা পেয়েছি খোঁজ খবর নিয়ে তারপরই কিছু বলা সম্ভব হবে’।অপরদিকে এই প্রসঙ্গে অভিষেক বন্দোপাধ্যায়ের সভার আয়োজক স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেন, ‘অভিষেক বন্দোপাধ্যায়ের সভা হবে, পুলিস ফোর্স আসবে। তারা কী রাস্তায় পরে থাকবে’।যদিও জেলা পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে ফোর্স রাখার জন্য কোনও স্কুল বন্ধ করে রাখা হয়নি।