'নিয়োগ দুর্নীতি প্রমাণিত হলে বতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ'!
২৪ ঘন্টা | ১৪ মার্চ ২০২৪
অর্ণবাংশু নিয়োগী: 'নিয়োগ দুর্নীতি প্রমাণিত হলে বতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ'। অথবা বাতিল করা যেতে পারে গোটা নিয়োগের অংশবিশেষ'। প্রাথমিক পর্যবেক্ষণে এবার হুঁশিয়ারি দিলেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ।
ঘটনাটি ঠিক কী? নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলাই হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, ৬ মাসের মধ্যে শুনানি শেষ করতে হবে। সেই নির্দেশে মেনে এখন এসএসসি মামলার শুনানি চলছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বেঞ্চে।শুনানিতে বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ, 'যদি সবটা অবৈধ বা বেআইনি হয় তা হলে যা পরিণতি হওয়ার সেটাই হবে। যদি দেখা যায় সত্যিই দুর্নীতি হয়েছে, তা হলে আমাদের কাছে দু’টি বিকল্প রয়েছে। প্রথমত, গোটা নিয়োগ বাতিল করে দেওয়া। দ্বিতীয়ত, নিয়োগের অংশবিশেষ বাতিল করা। দুটি বিকল্পই এখনও পর্যন্ত আমাদের হাতে রয়েছে'।এদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও 'ভাইটাল নেম'। কারা? হাইকোর্টে যে রিপোর্ট পেশ করল সিবিআই, সেই রিপোর্টে উল্লেখ করা হল ৬ থেকে ৭ বিধায়ক কাউন্সিলরের নাম! সূত্রের খবর তেমনই।একযোগে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি। সেই তদন্ত কতটা এগোল? আজ, বুধবার হাইকোর্টে বিচারপতির অমৃতা সিনহার এজলাসে আলাদাভারে রিপোর্ট দিল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই।শুনানিতে বিচারপতি প্রশ্ন, 'টাকার উৎসের খোঁজ পেয়েছেন'? জবাবে সিবিআইয়ের তরফে জানানো হয়, 'শেষ না হওয়ার মত উৎস, অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছি'। এরপর বিচারপতি জানতে চান, 'দ্রুত তদন্ত শেষ হওয়ার কোনও সম্ভাবনা আছে'? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মন্তব্য, 'প্য়ান্ডোরার বাক্স, একটা তদন্ত করতে গিয়ে আরেকটা দুর্নীতি উঠে আসছে। এটা ইংরেজির আট সংখ্যার মতো, শেষ হচ্ছে না'।