• প্রাথমিকে দুর্নীতিতে নাম আরও বিধায়ক-কাউন্সিলরের, চাঞ্চল্যকর রিপোর্ট CBI-র!
    ২৪ ঘন্টা | ১৪ মার্চ ২০২৪
  • অর্ণবাংশু নিয়োগ: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও 'ভাইটাল নেম'। কারা? হাইকোর্টে যে রিপোর্ট পেশ করল সিবিআই, সেই রিপোর্টে উল্লেখ করা হল ৬ থেকে ৭ বিধায়ক কাউন্সিলরের নাম! সূত্রের খবর তেমনই।

    একযোগে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি। সেই তদন্ত কতটা এগোল? আজ, বুধবার হাইকোর্টে বিচারপতির অমৃতা সিনহার এজলাসে আলাদাভারে রিপোর্ট দিল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই।শুনানিতে বিচারপতি প্রশ্ন, 'টাকার উৎসের খোঁজ পেয়েছেন'? জবাবে সিবিআইয়ের তরফে জানানো হয়, 'শেষ না হওয়ার মত উৎস, অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছি'। এরপর বিচারপতি জানতে চান, 'দ্রুত তদন্ত শেষ হওয়ার কোনও সম্ভাবনা আছে'? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মন্তব্য, 'প্য়ান্ডোরার বাক্স, একটা তদন্ত করতে গিয়ে আরেকটা দুর্নীতি উঠে আসছে। এটা ইংরেজির আট সংখ্যার মতো, শেষ হচ্ছে না'।এদিকে নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডসে'র। স্রেফ গ্রেফতার নয়, সংস্থার কর্মী সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা। বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, 'সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের রিপোর্ট এল'? সিবিআই জানায়, 'রিপোর্ট আসেনি'। বিচারপতি বলেন, 'এখনও আসেনি,  ২ মাস হয়ে গিয়েছে! ওটা ব্যবহার করতে না পারলে তদন্তে কি সহযোগিতা হবে'?
  • Link to this news (২৪ ঘন্টা)