• ED raids multiple locations in Sandeshkhali: লক্ষ্মীবারে সাতসকালে সুপার অ্যাকশনে ED, শাহজাহান মামলায় আজই বিরাট কিছু ঘটতে চলেছে?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ মার্চ ২০২৪
  • ED Raid Sandeshkhali:

    উল্লেখ্য, সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহান আপাতত CBI হেফাজতে। তাকে দফায় দফায় জেরা করে ইতিমধ্যেই বহু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দাদের। এর আগে গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল ইডি। শাহজাহান অনুগামীদের বেধড়ক মারধরে মাথা ফাটে ইডি আধিকারিকের। আহতও হন বেশ কয়েকজন। এরপর ফের একবার শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। আপাতত শাহজাহানের বাড়িটি সিল করে রাখা হয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)