Sarfaraz Khan: শেখালেও শেখেননি, চটে লাল গাভাসকার, ক্ষমা চাইলেন সরফরাজ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ মার্চ ২০২৪
Sarfaraz Khan’s response after Gavaskar:
সরফরাজের এই কাণ্ডে স্বভাবতই ক্ষুব্ধ হন গাভাসকার। তিনি ধারাভাষ্য দিতে গিয়ে সরফরাজের তীব্র সমালোচনা করেন। তারপরই ফের শ্যাম ভাটিয়ার দ্বারস্থ হন ভারতীয় দলে নবাগত সরফরাজ। তিনি শ্যাম ভাটিয়াকে অনুরোধ করে, গাভাসকারের কাছে তাঁর হয়ে ‘স্যরি’ বলে দেওয়ার জন্য। একইসঙ্গে রীতিমতো বাচ্চা ছেলের কায়দায় সরফরাজ শ্যাম ভাটিয়াকে বলেন, ‘মিস্টার গাভাসকারকে বলুন যে আমি দুঃখিত। আমি ভুল করেছি। সেই ভুল আর করব না।’