জেসন রয় আগেই সরে গিয়েছিলেন। এবার আরেক ইংরেজ ক্রিকেটার আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন। তিনি হলেন হ্যারি ব্রুক। গোটা ঘটনায় ক্ষুব্ধ ফ্র্যাঞ্চাইজিরা। তাদের অভিযোগ, ইংরেজ খেলোয়াড়রা অপেশাদার। সেই কারণেই তাঁরা নিজেদের টুর্নামেন্ট থেকে সরিয়ে নিচ্ছেন। বিষয়টিতে বিসিসিআইয়ের হস্তক্ষেপ করা উচিত।
শুধু বিদেশি খেলোয়াড়রাই নন। এবছর দুই ভারতীয় খেলোয়াড়ও আইপিএল খেলতে পারবেন না। তাঁদের একজন হলেন মহম্মদ শামি। অপরজন প্রসিধ কৃষ্ণ। তবে, তার যথাযোগ্য কারণ আছে। শামির সম্প্রতি পায়ে অস্ত্রোপচার হয়েছে। তাঁর সেরে উঠতে বেশ কয়েকমাস লাগবে। ডানহাতি শামি তাঁর গোড়ালির চোট নিয়েই একদিনের বিশ্বকাপ ক্রিকেট খেলেছিলেন। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট তিনিই পেয়েছেন। এখন পরিস্থিতি যা, তাতে মনে করা হচ্ছে, বাংলাদেশের ভারত সফরে শামি জাতীয় দলে ফিরতে পারেন। আইপিএলে শামি গুজরাট টাইটানসে খেলেন। তাঁর অনুপস্থিতিত ফ্র্যাঞ্চাইজি বড় সমস্যায় পড়বে। আর প্রসিধ খেলেন রাজস্থান রয়্যালসে। তাঁরও অস্ত্রোপচার হয়েছে। তাই, তাঁকেও পাবে না দল।