• ‌ বিহারেও আসনরফা করে ফেলল বিজেপি, নীতীশের দল লড়বে ১৬ আসনে
    আজকাল | ১৪ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ মহারাষ্ট্রের পর বিহারেও আসনরফা সম্পন্ন। এনডিএ জোটের অন্তর্গত বিজেপি বিহার লোকসভার ৪০ আসনের মধ্যে লড়বে ১৭ আসনে। নীতীশ কুমারের জনতা দল (‌ইউনাইটেড)‌ কে ছাড়া হয়েছে ১৬ আসন। চিরাগ পাসওয়ানের লোকজনশক্তি পার্টি লড়বে পাঁচ আসনে। একটি করে আসনে লড়বেন উপেন্দ্র কুশওয়াহা ও জীতেন রাম।প্রসঙ্গত, ২০২১ সালে রামবিলাস পাসওয়ানের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকার নিয়ে ঝামেলায় দুই ভাগে ভাগ হয়ে যায় লোকজনশক্তি পার্টি। একদিকে ছিলেন রামবিলাসের ভাই পশুপতি পারস, আরেকদিকে রামবিলাসের ছেলে চিরাগ পাসওয়ান। পশুপতি পারসের সঙ্গে ছিলেন দলের ৬ সাংসদের পাঁচ জনই। আর চিরাগ ছিলেন একা। সেসময় বিজেপি পশুপতির পাশে দাঁড়ায়। কিন্তু বিজেপি ২০২৪ লোকসভা আসনে বেশি গুরুত্ব দিল চিরাগকেই। বুধবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের জানানো হয়েছে, চিরাগের দল এলজেপি (রামবিলাস)–কে ছাড়া হচ্ছে পাঁচটি আসন। তাঁর কাকা তথা রাষ্ট্রীয় লোকজনশক্তি পার্টির নেতা পশুপতিকুমার পারসের জন্য কোনও লোকসভা আসন ছাড়া হচ্ছে না। সূত্রের দাবি, জামুয়ের বিদায়ী সাংসদ চিরাগ এবার পশুপতির আসন হাজিপুরে লড়বেন। আর পশুপতিকে রাজ্যপাল হওয়ার প্রস্তাব দিয়েছে বিজেপি। 
  • Link to this news (আজকাল)