• দিল্লির রামলীলা ময়দানে এসকেএমের ডাকে কৃষক সমাবেশ
    আজকাল | ১৪ মার্চ ২০২৪
  • আবু হায়াত বিশ্বাস,দিল্লি: লোকসভা ভোটের আগে মোদি সরকারের চাপ বাড়াতে আসরে নামল সংযুক্ত কিসান মোর্চা। রাজধানী দিল্লিতে কৃষক সমাবেশ হতে চলেছে কাল, বৃহস্পতিবার। মোদি সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে সরব হবেন কৃষকরা। দিল্লির রামলীলা ময়দানে সংযুক্ত কিসান মোর্চার সমাবেশ থেকে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে সুর চড়াবেন কৃষক নেতারা। কৃষক নেতা হান্নান মোল্লা জানিয়েছেন, মোদি সরকার কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেছে। এমএসপি-‌র আইনি নিশ্চয়তা দিচ্ছেনা। দেশের অন্নদাতা কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সরকার। রামলীলা ময়দানের সভা থেকে কৃষক বিরোধী সরকারকে লোকসভা ভোটে ‘‌সাজা’‌ দেওয়ার আবেদন জানাবে কৃষক নেতারা। এদিকে, দিল্লিতে কৃষক সমাবেশের প্রয়োজনীয় অনুমতি পেয়েছে সংযুক্ত কিসান মোর্চা। ‘‌কিসান-‌মজদুর মহাপঞ্চায়েত’ কর্মসূচিকে ঘিরে দিল্লিতে যানজটের আশঙ্কা করছে পুলিশ। ইতিমধ্যেই ট্রাফিক অ্যাডভাইজারি জারি করা হয়েছে।‌কৃষক নেতারা জানাচ্ছে, আন্দোলনের পর মোদি সরকার তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। সেই সময় কেন্দ্রের তরফে কৃষকদের অন্য দাবিগুলি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেগুলি এখনও পূরণ হয়নি। অভিযোগ, সংযুক্ত কিসান মোর্চার সঙ্গে কোনও আলোচনায় বসেনি সরকার। ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তার দাবি থেকে কৃষি ঋণ মকুব, কৃষক আন্দোলনের সময় ৭৫০ জন মৃত কৃষকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে মোর্চা। সরকারের তরফে এবিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ কৃষক নেতা হান্নান মোল্লার। তিনি জানান, কালকের সমাবেশ থেকে দেশের কৃষকদের বার্তা দেওয়া হবে কৃষক বিরোধী মোদি সরকারকে ভোট বাক্সে উপযুক্ত জবাব দেওয়ার।  
  • Link to this news (আজকাল)