• মুর্শিদাবাদে বৈঠকে তৃণমূল
    আজকাল | ১৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও দলের প্রার্থীদের হয়ে প্রচার এবং দেওয়াল লিখনের কাজে সময় নষ্ট করতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। দলের প্রচার পরিকল্পনা ঠিক করা নিয়ে বুধবার মালদা (দক্ষিণ) লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রেহান বৈঠক করলেন তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মুর্শিদাবাদের দুটি বিধানসভা- ফরাক্কা এবং সামশেরগঞ্জ- কেন্দ্রের দুই তৃণমূল বিধায়ক এবং সেই এলাকার একাধিক শীর্ষ তৃণমূল নেতাদের সাথে। আজকের বৈঠকে মালদা (দক্ষিণ) কেন্দ্রের প্রার্থীর প্রচারের রণকৌশল ঠিক করা হয়। বুধবার ফারাক্কাতে "বিধায়ক ভবনে" দলের নেতাদের সাথে বৈঠক শেষে তৃণমূল প্রার্থী রেহান বলেন," বিজেপি দলের বিভেদের রাজনীতির বিরুদ্ধে সম্মিলিত আওয়াজ হওয়ার লক্ষ্য নিয়ে আমি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাকে সেই সুযোগ করে দেওয়ার জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।" তিনি বলেন," কেন্দ্র সরকার যেভাবে রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে বঞ্চনা করছে তার বিরুদ্ধে লোকসভাতে আওয়াজ তোলার জন্য নির্বাচনের ময়দানে দাঁড়িয়েছি।" নিজের বিরুদ্ধে ওঠা "বহিরাগত প্রার্থী"র তকমা উড়িয়ে দিয়ে রেহান বলেন," মালদার কালিয়াচক আমার জন্ম। ফরাক্কা এনটিপিসি হাই স্কুলে আমি পড়াশোনা করেছি। কেবলমাত্র উচ্চ শিক্ষার জন্য আমি বিদেশে গিয়েছি। বিজেপি, সিএএ লাগু করার আগেই "বহিরাগত" বলে আমার নাগরিকত্ব শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। আমি যদি মালদাতে "বহিরাগত" হই তাহলে ভূমিপুত্রের সংজ্ঞা বদলে যাবে।" 
  • Link to this news (আজকাল)