• হোলিতে বাড়তি যাত্রী পরিষেবা, ৬টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল
    প্রতিদিন | ১৪ মার্চ ২০২৪
  • স্টাফ রিপোর্টার : হোলিতে ৬টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল (Eastern Railway)। এর ফলে বাড়তি ষোলো হাজার যাত্রী রেলে যাত্রা করতে পারবেন। ট্রেনগুলি চলবে শিয়ালদহ-গোরক্ষপুর, শিয়ালদহ-গয়া, শিয়ালদহ-পুরী, কলকাতা-জয়নগর, মালদহ-আনন্দবিহার, মালদহ-বালসাদের মধ্যে।

    শিয়ালদহ থেকে গোরক্ষপুরের ট্রেনটি ২২ মার্চ সন্ধে‌ সওয়া ছ?টায় ছাড়বে। ওই স্টেশন থেকে গয়ার ট্রনটি ছাড়বে ২৪ মার্চ রাত সওয়া ন?টার সময়ে। একই স্টেশন থেকে পুরীর ট্রেনটি ছাড়বে ২৮ মার্চ রাত ১ ১.৫০ মিনিটে। কলকাতা থেকে জয়নগরের ট্রনটি ছাড়বে ২২ মার্চ রাত ১১.৫৫ মিনিটে। ২৫ মার্চ সকাল সাড়ে ন?টার সময় মালদহ থেকে ছাড়বে আনন্দ বিহারের ট্রেনটি। মালদহ থেকে বালসাদের ট্রেনটি ছাড়বে ২৪ ও ৩১ মার্চ সকাল সাড়ে ন?টার সময়।
  • Link to this news (প্রতিদিন)