রাজনৈতিক মহলের মতে, হাওড়ায় নির্দল প্রার্থী হতে চেয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাবুন ব্যানার্জি। কারণ হিসাবে মোহনবাগান ক্লাবের (Mohun Bagan Super Giant) একটি ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি। তাছাড়া তৃণমূলের রাজ্যস্তরীয় সংগঠনের ক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা দেখা যায় না। তৃণমূল কংগ্রেস জানিয়েছে, অন্য দলের মতো তাঁরা পরিবারতন্ত্রে বিশ্বাস করেন না। দিদির কথা মাথা পেথে নেব বললেও হাওড়ার তৃণমূল প্রার্থীর ওপর ক্ষোভ অব্যাহত বাবুনের। এখানেই প্রশ্ন, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তারপরেও প্রকাশ্য এই ক্ষোভ কেন? সময়ই এর জবাব দেবে।