• Amit Shah On CAA: ‘শরনার্থী-অনুপ্রবেশকারী ফারাক জানেন না’, সিএএ নিয়ে শাহী আক্রমণের মুখে মমতা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ মার্চ ২০২৪
  • ‘তিনি শরনার্থী এবং অনুপ্রবেশকারীদের মধ্যে ফারাকটাই বোঝেন না…’ ! সিএএ নিয়ে মমতাকে তোপ অমিত শাহের।

    “তিনি বলেন, সিএএ কার্যকরের সঙ্গে সময়ের কোন প্রশ্নই আসে না। ২০১৯ সালে বিজেপি তার নির্বাচনী ইস্তেহারে বলেছিল দেশজুড়ে CAA চালু করা হবে”। তিনি বলেন, ‘২০১৯ সালে, সিএএ সংসদে পাস হয়েছিল কিন্তু কোভিডের কারণে তা বিলম্বিত হয়। বিরোধীরা তুষ্টির রাজনীতি করতে চায় এবং তাদের ভোটব্যাংক সুসংহত করতে চায়। দেশের মানুষ জানে যে সিএএ এই দেশের আইন। আমি গত চার বছরে ৪১ বার বলেছি নির্বাচনের আগে তা বাস্তবায়ন করা হবে”।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)