• Success Story: দিগন্তজোড়া কীর্তিতে আকাশচুম্বী সাফল্য! বাংলার প্রত্যন্ত গ্রামের এই যুবকের অকল্পনীয় দক্ষতার দুরন্ত প্রশংসা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ মার্চ ২০২৪
  • Success Story:

    নিজের অবিস্মরণীয় দক্ষতার স্বীকৃতি স্বরূপ ইতিমধ্যেই দেশ-বিদেশ থেকে বহু পুরস্কার পেয়েছেন মহেশ। এমনকী তাঁকে অনেক সংস্থা থেকে লোভনীয় চাকরির (Jobs) প্রস্তাবও দেওয়া হয়েছে বলে তাঁর দাবি। তবে গ্রাম ছেড়ে নড়েননি মহেশ। নিজের দক্ষতা এলাকার ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিলোতে শুরু করেছেন তিনি। আর সেই কারণেই মহেশ হালদারের জন্য গর্বে বুক চওড়া সুন্দরবনের এতল্লাটের বাসিন্দাদের।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)