তবে তিনি যে এবারেও লোকসভা ভোটে ব্যারাকপুর থেকেই প্রার্থী হচ্ছেন সেটা তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই দাবি করেছিলেন অর্জুন। তবে কোন দল থেকে তিনি দাঁড়াচ্ছেন তা স্পষ্ট করেননি। অর্জুন সিং দিন কয়েক আগেই বলেছিলেন, ‘ব্যারাকপুর দু’জন চেনে। একটা তড়িৎবাবু (তড়িৎ তোপদার) এবং তারপরে আমি। ব্যারাকপুরের বাইরে আমি কিছু ভাবি না। পার্থ ভৌমিকের (বারাকপুরের তৃণমূল প্রার্থী) বিরুদ্ধে দাঁড়াচ্ছি। এটা নিশ্চিত।’