মদ্যপ অবস্থায় বেপোরোয়া ড্রাইভিং। তার জেরেই মৃত্যু হয় এক মহিলার। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার পূর্ব দিল্লির গাজিপুর এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ জানায়, গতকাল রাত ৯টা নাগাদ এই ঘটনা ঘটে, এরপর স্থানীয় লোকজন গাড়িটিতে ভাঙচুর চালায়। চালককে মারধরও করা হয়। গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।