• Delhi liquor policy case: ইডির হাজিরা এড়াতে কেজরির চড়কিপাক! উচ্চ আদালতে আপিল দিল্লির মুখ্যমন্ত্রীর
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ মার্চ ২০২৪
  • দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির কথিত মদ কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার জারি করা সমন মেনে না চলার জন্য ইডির অভিযোগে অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের জারি করা সমনকে চ্যালেঞ্জ করে দায়রা আদালতে আবেদন করেছেন। এর আগে আদালত কেজরিওয়ালকে ১৬ মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল।

    ]
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)