• ফের মুখোমুখি হচ্ছেন বাইডেন‌‌–ট্রাম্প
    আজকাল | ১৪ মার্চ ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প দু’‌জনই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়ন পেতে চলেছেন। ২০২০ সালের এই দুই প্রতিদ্বন্দ্বী ফের মুখোমুখি হতে চলেছেন। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ৭০ বছরের ইতিহাসে এমন ঘটনা প্রথম। খুব শীঘ্রই মনোনয়ন পেশ করবেন তাঁরা। ৮১ বছর বয়সী বাইডেন মঙ্গলবার বলেছেন, ভোটাররা তাঁকে পুনরায় নির্বাচনের মঞ্চে ফিরিয়ে আনায় তিনি সম্মানিত। নির্বাচনী প্রচারে বাইডেন বলেছেন, ‘বিশ্বাস করি ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে আমেরিকার জনগণ আমাদের বেছে নেবে।’‌ প্রসঙ্গত ক্ষমতায় থাকায় ডেমোক্রাট পার্টির মনোনয়ন পেতে খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি তাঁকে। অন্যদিকে ৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান ভোটারদের কাছে বেশ জনপ্রিয়। এই কারণেই তিনি একের পর এক প্রাইমারিতে জিতেছেন। 
  • Link to this news (আজকাল)