• আরও তিন গোল করা উচিত ছিল: হাবাস
    আজকাল | ১৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ডার্বির পরের ম্যাচ জেতা সবসময় কঠিন। বড় ম্যাচের মিথ ভেঙে বিপক্ষের ডেরায় জিতেছে মোহনবাগান। গোল পেয়েছেন দুই বিদেশি স্ট্রাইকার আর্মান্দো সাদিকু এবং জেসন কামিন্স। তাতে স্বভাবতই খুশি আন্তোনিও লোপেজ হাবাস। সাদিকুর প্রশংসা করলেন। একইসঙ্গে জানালেন, তাঁর পক্ষে প্রথম একাদশ বাছা কঠিন হয়ে গেল। হাবাস বলেন, "সাদিকু খুব ভাল খেলেছে। গোলের সুযোগ কাজে লাগিয়েছে। গোল পাওয়া খুব জরুরী। বিশেষ করে দলের তিনজন স্ট্রাইকারের। আমাদের তিনজনই উচ্চমানের ফুটবলার। এবার আমার পক্ষে প্রথম একাদশ বাছা কঠিন হয়ে গেল। কাকে ছেড়ে কাকে খেলাব।" চার গোল যেমন হয়েছে, তেমন তিন গোল হজমও করেছে বাগান। দু"বার এগিয়েও ম্যাচে সমতা ফিরেছে। যার ফলে লিগ টেবিলের শীর্ষস্থান হাতছাড়া হয়। তবে এই নিয়ে আফশোস করতে রাজি নন সবুজ মেরুনের স্প্যানিশ কোচ। হাবাস বলেন, "ম্যাচটা কঠিন ছিল। ফুটবলারদের ওপর প্রচুর চাপ ছিল। গ্যালারিতে সমর্থকদের চাপ তো ছিলই। তারওপর মাত্র তিনদিন আগে ডার্বি খেলেছে। একটা হাই ইনটেনসিটি ম্যাচের পর আরও একটা কঠিন ম্যাচ খেলতে নামতে হয়েছে। অবশ্যই আমি ৪-০ তে জিততে চাইতাম। কিন্তু ৪-৩ হলেও জিতেছি, এটাই আসল বিষয়।" পরপর তিনটে ম্যাচে তিন গোল বা তারও বেশি দিল মোহনবাগান। কলকাতায় হাবাসের প্রথম দু"ইনিংসে যা সচরাচর দেখা যায়নি। সাধারণত স্কোরলাইনে এক গোলের পার্থক্য থাকত। রক্ষণাত্মক কোচ বলেই পরিচিত ছিলেন হাবাস। কিন্তু এবার পুরোপুরি ভোল বদল। দায়িত্ব নেওয়ার পর থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলাচ্ছেন। আচমকা কীভাবে এতটা পাল্টে গেলেন? এর উত্তরে হাবাস বলেন, "২০১৯ সালে সবাই বলত হাবাস রক্ষণাত্মক কোচ। আসলে সবটাই নির্ভর করে দলে কেমন প্লেয়ার আছে তার ওপর। এখন আমাদের দলে অ্যাটাকিং ফুটবলার আছে। সবসময় সেরা উপায় হচ্ছে অ্যাটাকিং ফুটবল খেলা। তবে সেটা নির্ভর করে দলের মানের ওপর। দলে গোল করার লোক না থাকলে নিশ্চয়ই গোল করতে গিয়ে ম্যাচ হারবো না। সবটাই নির্ভর করে হাতে কেমন প্লেয়ার আছে তার ওপর।" এদিন তাঁর দল যে আরও বেশি গোল করতে পারত সেটা স্পষ্ট জানিয়ে দিলেন হাবাস। বলেন, "সবাই অনেক সুযোগ পেয়েছে। হয়তো আরও তিনটে গোল হওয়া উচিত ছিল। বিপক্ষ আক্রমণে উঠতে গিয়ে রক্ষণে জায়গা তৈরি করে দিয়েছে। সেই স্পেসটাই আমরা কাজে লাগিয়ে গোলগুলো করেছি।" মাঝে বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য ১৫ দিনের বিরতি। আবার ৩১ মার্চ ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের। আগেরবার জাতীয় দল থেকে চোট নিয়ে ফেরেন আশিক কুরুনিয়ন। আইএসএল থেকে ছিটকে যান। হাবাসের আশা, এবার সেরকম হবে না। জানান, জাতীয় দল থেকে প্লেয়ার ফেরার পর তাঁদের পরিস্থিতি বিচার করে তবেই নামানো হবে। 
  • Link to this news (আজকাল)