• ২৩ প্রজাতির 'হিংস্র' পোষ্য কুকুরের ওপর নিষেধাজ্ঞা
    আজকাল | ১৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২৩ প্রজাতির হিংস্রজাতীয় পোষ্য কুকুরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। পোষ্য কুকুরের আক্রমণে খবর মাঝে মাঝেই এসে থাকে, সেই সংখ্যা ক্রমাগত বাড়ার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। একটি তালিকা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে বুলডগ, রটওয়েলার, টেরিয়ার, পিটবুল, উলফ ডগ, ম্যাস্টিফ, রাশিয়ান শেফার্ড সহ ২৩ শ্রেণির পোষ্যে নিষেধাজ্ঞা। রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে নির্দেশিকা জারি করা বলা হয়েছে, এই শ্রেণির কুকুরগুলিকে বাড়িতে পোষ্য হিসেবে না রাখতে। একই সঙ্গে জানানো হয়েছে, এই প্রজাতির কুকুরগুলির মধ্যে, যেগুলি ইতিমধ্যে পোষ্য হিসেবে আছে ইতিমধ্যে, সেগুলির প্রজনন রোধ করতে হবে। এই প্রজাতির কুকুরগুলি ক্রসবিড সহ আমদানি, প্রজনন বিক্রি করা রোধ করার কথা বলা হয়েছে।
  • Link to this news (আজকাল)