• ‌‌দুই আমলা সুখবীর সিং সান্ধু ও জ্ঞানেশ কুমার হলেন নির্বাচন কমিশনার ...
    আজকাল | ১৪ মার্চ ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ দুই আমলা সুখবীর সিং সান্ধু ও জ্ঞানেশ কুমারকে নির্বাচন কমিশনার বাছল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি। কমিটির আরেক সদস্য কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি একথা জানিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের দুই সহযোগীকে বৃহস্পতিবার বেছে নেওয়া হয়। নির্বাচন কমিশনের জোড়া শূন্যপদে দুই আমলাকে এদিন নিয়োগ করা হয়। মোদি এবং অধীর ছাড়াও বাছাই সংক্রান্ত কমিটির তৃতীয় সদস্য হিসাবে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটা ঘটনা, দেশে এক জন মুখ্য নির্বাচন কমিশনার–সহ মোট তিন জন নির্বাচন কমিশনারের থাকার কথা। এত দিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অরুণ গয়াল দায়িত্ব সামলাচ্ছিলেন। তৃতীয় নির্বাচন কমিশনারের পদটি দীর্ঘ দিন ধরেই শূন্য ছিল। গত শনিবার আবার আচমকা ইস্তফা দেন অরুণ। ফলে দুটি শূন্যপদ তৈরি হয়। যা এদিন পূর্ণ করা হল। 
  • Link to this news (আজকাল)