• এই নিয়ে ৪২ বার রঞ্জি ট্রফি মুম্বইয়ের, প্রিয় বন্ধুর বিদায়বেলায় আবেগি ভারত অধিনায়ক
    ২৪ ঘন্টা | ১৪ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: যেমনটা ভাবা হয়েছিল ঠিক তেমনটাই ঘটল বৃহস্পতিবার আরবসাগরের তীরে। বিদর্ভকে ১৬৯ রানে হারিয়ে এই নিয়ে ৪২ বার রঞ্জি চ্য়াম্পিয়ন হল মুম্বই (Ranji Trophy Final)। ঘরোয়া ক্রিকেটের হেভিওয়েটের আট বছরের ট্রফির খড়া কাটল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ২০১৫-১৬ মরসুমে শেষবার প্রথম শ্রেণির ক্রিকেটের প্রিমিয়াম টুর্নামেন্ট জিতেছিল মুম্বই। এবার খেলার কথায় আসা যাক। মুম্বই প্রথম ইনিংসে ২২৪ রান করেছিল। জবাবে বিদর্ভের ইনিংস গুটিয়ে যায় ১০৫ রানে। দ্বিতীয় ইনিংসে মুম্বই করে ৪১৮ রান। বিদর্ভর রঞ্জি জেতার জন্য় টার্গেট ছিল ৫৩৮ রান। এদিন ৫ উইকেটে ২৪৮ রানে খেলা শুরু করেছিল বিদর্ভ। লড়াই করে ৩৬৮ রান তারা স্কোরবোর্ডে তুলতে পেরেছিল। তবে বৈতরণী পার করা সম্ভব হয়নি। সাগরেই রঞ্জি স্বপ্নের সমাধি হয়। দলকে রঞ্জি জিতিয়েই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ধাওয়াল কুলকার্নি। আর এই রঞ্জি ফাইনালে ধাওয়ালের পাশেই দেখা গিয়েছিল তাঁর প্রিয় বন্ধু ও জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে। এদিন রোহিত ইনস্টাগ্রাম স্টোরিতে ধাওয়ালের ছবি দিয়ে লেখেন, 'ধাওয়াল কুলকার্নি ওয়েলডান। অসাধারণ কেরিয়ার তোমার।'২০০৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ধাওয়ালের। ৩৫ বছরে তিনি শেষ প্রথম শ্রেণির ম্য়াচ খেললেন। ফাইনাল নিয়ে ৯৬টি প্রথম শ্রেণির ম্যাচে ধাওয়াল ২৮৫টি উইকেট নিলেন। দেশের জার্সিতে ১২টি ওডিআই (১৯টি উইকেট) ও ২টি টি-২০ ম্য়াচ (৩ উইকেট) খেলেছেন। রঞ্জি ফাইনালে ম্য়াচের সেরা হয়েছেন মুশির খান। ১৩৬ রানের পাশাপাশি তিনি নিয়েছেন দুই উইকেট। সিরিজের সেরা হয়েছেন তনুশ কোটিয়ান। তিনি রঞ্জিতে ৫০২ রান করার পাশাপাশি নিয়েছেন ২৯ উইকেট। 
  • Link to this news (২৪ ঘন্টা)