• ?আলু পোস্ত, দইয়ের মতো সংস্কৃতির অঙ্গ মিছিলও?, হাই কোর্টের নির্দেশের পরই পথে DA আন্দোলনকারীরা
    প্রতিদিন | ১৪ মার্চ ২০২৪
  • গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পরই রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটির মিছিল শুরু। দুপুর ১টায় হাওড়া রেল মিউজিয়াম থেকে শুরু হয় মিছিল। নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের মিছিল শেষ হবে।

    ডিএ বৃদ্ধির দাবিতে হাওড়া রেল মিউজিয়াম থেকে নবান্ন পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা ডিএ আন্দোলনকারীদের মিছিলে অনুমতি দেন। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। শর্তসাপেক্ষে সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, ?মিষ্টি দই, লুচি, আলু পোস্ত বাংলার সংস্কৃতির একটি অঙ্গ। একইভাবে জনসভা, মিছিলও এই সংস্কৃতির অঙ্গ। এখানকার সবাই জন্মগত যোদ্ধা।? আদালতের নির্দেশ অনুযায়ী, সারি দিয়ে মিছিল করতে হবে। মিছিলের শেষে শুধুমাত্র একজনই বক্তব্য রাখতে পারবেন। মিছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ করতে হবে। মিছিল কোথাও দাঁড়িয়ে যেন না পড়ে সেদিকেও নজর রাখতে হবে।

    এদিনও অবশ্য শুনানিতে রাজ্যের তরফে মিছিলে আপত্তি জানানো হয়। নবান্নের সামনে শাসক, বিরোধী কাউকে কোনওদিন কোনও কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি বলেই দাবি করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তবে তা শোনার পরেও প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে। তাঁর যুক্তি, ?মিছিলে অংশ নেবেন সরকারি কর্মীরা। রাজ্য সরকার সকলের পরিচয় জানে। তাই অসুবিধা হওয়ার কোনও কারণ নেই।? এর পরই মিছিল শুরু করেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা।
  • Link to this news (প্রতিদিন)