জানা গিয়েছে, অভিষেকের পাশাপাশি হাসপাতালে গিয়েছেন তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। গিয়েছেন মমতার চোট ভাই স্বপন ওরফে বাবুনও। গতকালই বাবুনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ, আহত দিদিকে দেখতে হাসপাতালে বাবুন। এদিকে, মমতার আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।