• Arjun Singh: অর্জুন বধে হাতিয়ার তাঁর পরিবারের লোকই! কী করল তৃণমূল?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ মার্চ ২০২৪
  • Barrackpore Lok Sabha Constituency:

    এদিকে অর্জুন সিংয়ের বিজেপি যাওয়া নিশ্চিত হতেই পার্থ ভৌমিকের বিরুদ্ধেও সরব হন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। তাঁর দাবি, সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার বিধায়ক পার্থ ভৌমিকেইর মদতেই নৈহাটিতে আনৈতিকভাবে বিঘা বিঘা জমি কিনেছেন। যা পুরোপুরি মিথ্যা বলে দাবি পার্থর। তাঁর প্রশ্ন, ‘বিজেপিতে য়াওয়ার আগে কেন অর্জুন এইসব অভিযোগ করলেন না?’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)