CPIM Candidate List 2024: ১৬ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, লড়াইয়ে সুজন, সৃজন, দীপ্সিতারা, একনজরে কোন আসনে কে?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ মার্চ ২০২৪
Communist Party of India (Marxist) Candidate List 2024:
উল্লেখ্য, বৃহস্পতিবারই আইএসএফ-এর রাজ্য কমিটির বৈঠক ছিল। সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে, আইএসএফ বাংলার ৮টি আসনে লোকসভা ভোটে লড়াই করবে। আইএসএফ অফিস সেক্রেটারি মহঃ নাসিরুদ্দিন মীর বলেছেন, ‘দল যে ৮ আসনে প্রার্থী দেবে সেগুলো হল, বসিরহাট, বারাসত, যাদবপুর, মথুরাপুর, শ্রীরামপুর, উলুবেড়িয়া,মুর্শিদাবাদ ওমালদা দক্ষিণ।’
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)