BJP: অর্জুনের সঙ্গে আরও এক বড় নেতা যোগ দেবেন পদ্ম শিবিরে, কে তিনি?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ মার্চ ২০২৪
TMC To BJP:
এই প্রেক্ষাপটে গত জানুয়ারি মাসে লোকসভা ভোটে ফের লড়াই প্রসঙ্গে দিব্যেন্দু দাবি করেছিলেন, তিনি ভোটে দাঁড়াবেন না। আর দাঁড়ালেও তাঁকে আগাম প্রস্তুতি নিতে হবে না। প্রতিদ্বন্দ্বিতা করলে কোন প্রতীকে লড়াই করবেন? জবাব এড়িয়ে যান শুভেন্দুর সহদর।