• Jeetu-Nabanita: প্রাক্তন জিতুর বিয়ের খবরে সরগরম, দায়িত্ববান নবনীতা ‘অতীতকে বোঝার মত’ টানছেন?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ মার্চ ২০২৪
  • Jeetu Kamal Relationship: কানাঘুষো, শোনা গিয়েছিল নবনীতা নাকি সম্পর্কে জড়িয়েছেন। শুধু তাই নয়, জিতুর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকেই নানা কিছু শুনতে হয়েছিল তাঁকে। তবে, গতকাল জিতু মজা করে হলেও যে পোস্ট করেছেন তাতে কিন্তু অনেকেই অবাক।

    উল্লেখ্য, গতবছর নবনীতা নিজেই তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। তারপর থেকে পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। একে অপরের বাঁধন কাটিয়ে তাঁরা বেরিয়ে এসেছেন। এখন দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)