• Umran Malik: অস্ট্রেলিয়াকে ধ্বংস করতে ১৫০ কিমির পেসারেই ভরসা! জয় শাহের বোর্ড বড় কন্ট্র্যাক্ট দিল সুপারস্টারকে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ মার্চ ২০২৪
  • Umran Malik fast bowling contract:

    এই ব্যাপারে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘এই চুক্তির লক্ষ্য হল, ফাস্ট বোলারদের একটি বেঞ্চ তৈরি করা। এই বোলাররা বিমার সুবিধা পাবেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন।’ এছাড়া অর্থও পাবেন। সেটা কত, তা এখনও যদিও ঠিক হয়নি। এমনিতে জাতীয়স্তরে রিটেনাররা সবচেয়ে কম বার্ষিক ১ কোটি টাকা পান। আকাশদীপ, উমরানরা প্রাথমিকভাবে ততটা না পেলেও, ভালো খেললে যে টিম ইন্ডিয়ার বাকি খেলোয়াড়দের মত রীতিমতো টাকার পাহাড়ে শুয়ে থাকতে পারবেন, সেটা নিশ্চিত।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)