African Footballer assaulted: পাথর ছুঁড়ে প্রাণে মারার চেষ্টা আফ্রিকান ফুটবলারকে! জঘন্য ঘটনা সাক্ষী থাকল ভারতীয় ফুটবল
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ মার্চ ২০২৪
Kerala football: বেনজির ঘটনার সাক্ষী থাকল কেরালা। আইভরি কোস্টের এক ফুটবলার অভিযোগ করলেন গণপ্রহারের শিকার হয়েছেন তিনি। বর্ণবিদ্বেষমূলক আচরণ তো বটেই তাঁকে ধোলাই করা হয়েছে। কেরালার মল্লপুরম জেলার ফুটবল মাঠে এমন ঘটনা ঘটেছে।
কেরালার মল্লপুরম জেলা সহ উত্তরের ফুটবলে আফ্রিকান ফুটবলাররা সেভেন-আ-সাইড টুর্নামেন্টের বড় আকর্ষণ। অস্থায়ী গ্যালারি এবং বিশাল দর্শকের সামনে এই ম্যাচ আয়োজন করা হয় নভেম্বর থেকে মে মাসের মধ্যে। কেরালায় খেলতে আসা আফ্রিকান ফুটবলের জীবন কাহিনী ফুটে উঠেছিল ২০১৮-য় মুক্তিপ্রাপ্ত মালয়ালি ছবি ‘সুদানি ফ্রম নাইজেরিয়া’য়।