• Congress Nari Nyay: বিরাট খরচ! তারপরও নির্বাচনে জিততে ‘নারী ন্যায়’-এর প্রতিশ্রুতি কংগ্রেসের, পালন সম্ভব?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ মার্চ ২০২৪
  • Congress Nari Nyay promises:

    তাহলে মহালক্ষ্মী প্রতিশ্রুতি পালন করতে হলে সরকারকে কতটা খরচ করতে হবে, যদি কংগ্রেস চলতি আর্থিক বছরে তা বাস্তবায়ন করে? অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রা বলেছেন যে, সরলভাবে যদি কেউ দারিদ্র্যের অনুপাত ১০% ধরে নেন, তাহলে এর অর্থ হল, লক্ষ্যমাত্রায় লাভের ভোগী হবে ১৪ কোটি পরিবার। অর্থাৎ, মোট ১৪০ কোটি জনগণ। যদি প্রতিটি দরিদ্র পরিবারের একজন মহিলাকেও লক্ষ্য হিসেবে বাছা হয়, অর্থাৎ ২.৮ কোটি মহিলাকে যদি লক্ষ্য হিসেবে বাছা হয়, তাহলে মোট ব্যয় হবে ২.৮ লক্ষ কোটি টাকা। ২০২৪-২৫ সালে ভারতে জিডিপির (ফেব্রুয়ারিতে পেশ করা কেন্দ্রীয় বাজেট অনুযাযী ৩২৮ লক্ষ কোটি টাকা) ০.৮%। নীতি আয়োগের দাবি অনুযায়ী, যদি দারিদ্র্যের অনুপাত ৫% হয়, তাহলে এই ব্যয় জিডিপির ০.৪%-এর অর্ধেক হয়ে যাবে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)