Hijab row: বোর্ড পরীক্ষা চলাকালীন হিজাব খোলার নির্দেশ, মোদী রাজ্যে মারাত্মক অভিযোগ, তদন্তের নির্দেশ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ মার্চ ২০২৪
দশম শ্রেণির বোর্ড পরীক্ষা চলাকালীন মুসলিম ছাত্রীদের হিজাব খোলার নির্দেশকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় গুজরাটের অঙ্কলেশ্বরের একটি স্কুলে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি সরিয়ে দেওয়া হয়েছে বোর্ড পরীক্ষার সুপারভাইজারকে। বুধবার ভারুচের জেলা শিক্ষা আধিকারিক (ডিইও) এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
ছাত্রীর বাবা, যিনি ডিইও-র কাছে অভিযোগ দায়ের করেছেন, তিনি বলেছেন, “একটি ধর্মের মহিলা শিশুদের আলাদা করা হচ্ছিল এবং তাদের সঙ্গে অপরাধীর মত আচরণ করা হচ্ছিল… এই ধরণের বৈষম্যমূলক আচরণের জন্য স্কুলের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত “।