• গম্ভীরের 'ঘর ওয়াপসি', কলকাতায় পৌঁছলেন রিঙ্কুরা
    আজকাল | ১৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রতীক্ষার অবসান। অর্জুন সিংয়ের বিজেপিতে ফেরার ঘোষণার দিনই "ঘর ওয়াপসি" আরেক ঘরের ছেলের। কলকাতায় ফিরলেন গৌতম গম্ভীর। বৃহস্পতিবার বিকেলে দমদম বিমানবন্দরে নামেন দু"বারের আইপিএল জয়ী অধিনায়ক। কেকেআরের কর্তাদের সঙ্গে আলোচনা করতে দেখা যায় গৌতিকে। শ্রেয়স আইয়ার ছাড়া দলের বেশিরভাগ ভারতীয় ক্রিকেটারই এদিন কলকাতায় পৌঁছে গিয়েছে। শহরে পৌঁছে গিয়েছেন রিঙ্কু সিং, মণীশ পাণ্ডে, হরষিত রানারা। চলে এসেছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও। বিমানবন্দর থেকে সরাসরি বাইপাস সংলগ্ন পাঁচতারা হোটেলে যান গম্ভীর, রিঙ্কুরা।‌ নাইটদের হোটেল সুন্দরভাবে সাজানো হয়েছে। সেখানে দুটো ট্রফিও রাখা আছে। গৌতম গম্ভীরের হাত ধরেই ২০১২ এবং ২০১৪ আইপিএলে চ্যাম্পিয়ন হয় কেকেআর। দু"বার চ্যাম্পিয়ন হওয়ার ছবি এবং তার ইতিহাসও লেখা আছে। এছাড়াও প্রত্যেক আইপিএলে কলকাতার যাত্রা তুলে ধরা হয়েছে বিভিন্ন পোস্টারে। সেখানে জায়গা পেয়েছে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারের রিঙ্কুর ঐতিহাসিক পাঁচটি ছক্কার ছবিও। যার সামনে দাঁড়িয়ে এদিন পোজও দেন রিঙ্কু সিং। কেকেআরের ক্রিকেটার এবং কোচিং স্টাফদের ফুল এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। একটি আলাদা সেলফি জোনও করা হয়েছে হোটেলে। আইপিএলের ঢাকে কাঠি পড়তে আর মাত্র সাত দিন বাকি। তার আগেই কলকাতার পারদ ধীরে ধীরে চড়তে শুরু করেছে। রিঙ্কুদের শহরে পা রাখার পর সেটা নিঃসন্দেহে বাড়বে। শুক্রবারই দলবল নিয়ে প্রিয় ইডেনে নেমে পড়বেন গৌতম গম্ভীর। বিকেল ৪.৪৫ মিনিটে ওয়ার্ম আপ শুরু রিঙ্কুদের। পাঁচটা থেকে রাত ন"টা পর্যন্ত প্র্যাকটিস। গম্ভীরের নেতৃত্বে শেষবার ট্রফি এসেছিল কেকেআরে। এবার মেন্টর গম্ভীর কি আবার নাইটদের চ্যাম্পিয়ন করতে পারবেন? 
  • Link to this news (আজকাল)